<
  ঢাকা    বুধবার ১ মে ২০২৪
বুধবার ১ মে ২০২৪
ডোমারে বুদ্ধিপ্রতিবন্ধীকে মারধর, ৪হাজার টাকায় রফাদফা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৩:২০ পিএম | অনলাইন সংস্করণ
নীলফামারীর ডোমারে গাছের একটি লেবু ছেড়ার অপরাধে বুদ্ধী প্রতিবন্ধী ফুপু রাবেয়া বেগমকে(৪২) লাঠি দিয়ে বেধরক পিটিয়েছে ভাতিজা তানিম।বিষয়টি তড়িঘড়ি করে ৪হাজার টাকায় আপোষ মিমাংসা করে তানিমের পরিবার।

জানা যায়,উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী সরকার পাড়ার মৃত হায়দার আলীর  তিন মেয়ে ও এক ছেলের মধ্যে তিন জনেই প্রতিবন্ধী। তারা সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতাভোগী।

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান জানান, গত ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় প্রতিবন্ধী রাবেয়া বেগম চাচাতো ভাই লক্ষীচাপ মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসানের গাছ থেকে একটি লেবু ছিড়েঁ। সেসময় মাহমুদুল হাসানের ছেলে মো. তানিম(২৫) রাবেয়াকে লাঠি দিয়ে বেধরক মারধর করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

রাবেয়া বেগমের অভিভাবক বড়ভাই শ্রবণ প্রতিবন্ধী শাহজাহান আলী অসহায় দরিদ্র হওয়ায় আইনি আশ্রয় নিতে পারেননি।এলাকায় বিষয়টি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে তানিমের পরিবার ২মার্চ শনিবার তড়িঘড়ি করে ৪ হাজার টাকা দিয়ে আপোষ মিমাংসা করে।

প্রতিবেশী আমিনা বেগম জানান, রাবেয়া বেগমের পরিবার গরীব আর তানিমের পরিবার প্রভাবশালী। তাই তারা আপোষ মিমাংসা করেছে।

ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী বলেন,ইউপি সদস্য হরিকিশোর ও স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়েছে।
                               
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত