<
  ঢাকা    বৃহস্পতিবার ২ মে ২০২৪
বৃহস্পতিবার ২ মে ২০২৪
হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৩:০২ পিএম | অনলাইন সংস্করণ
চলতি বছরে বড় পর্দার পাশাপাশি ওটিটির পর্দায়ও আত্মপ্রকাশ করতে চলেছেন সঞ্জয় লীলা ভন্সালী।
হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন


‘খামোশি: দ্য মিউজ়িকাল’, ‘হম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘ব্ল্যাক’, ‘গুজ়ারিশ’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, ‘রাম-লীলা’র মতো একাধিক হিন্দি ছবি পরিচালনা করে বলিপাড়ার জনপ্রিয় ছবিনির্মাতাদের মধ্যে প্রথম সারিতে নাম লিখিয়েছেন সঞ্জয় লীলা ভন্সালী। চলতি বছরে বড় পর্দার পাশাপাশি ওটিটির পর্দাতেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। তাও আবার ওয়েব সিরিজ় পরিচালনার মাধ্যমে। মনীষা কৈরালা থেকে সোনাক্ষী সিন্হা, ফারদিন খান— এই সিরিজে তারকারা কত পারিশ্রমিক পেলেন?

মে মাসের প্রথম দিনেই নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজরে। বলিপাড়া সূত্রে খবর, নেটফ্লিক্সের তরফে এই সিরিজ নির্মাণের জন্য ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়।

‘হীরামন্ডি’ ওয়েব সিরিজের পরিচালকের আসনে রয়েছেন সঞ্জয়। পরিচালনার জন্য ৬০ থেকে ৬৫ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।

নেটফ্লিক্সের বিনিয়োগ করা ২০০ কোটি টাকা থেকে সঞ্জয়ের পারিশ্রমিক বাদ দিয়ে যতটুকু বাকি থাকে, সেখান থেকে প্রযোজনার খরচ এবং তারকাদের পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে কানাঘুষো শোনা যায়।

হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে অভিনয় করে সবচেয়ে কম পারিশ্রমিক পেয়েছেন শার্মিন সেহগল। শার্মিন সম্পর্কে সঞ্জয়ের ভাগ্নি। সঞ্জয়ের সঙ্গে একাধিক ছবিতে সহ-পরিচালনার কাজ করেছেন তিনি।

‘হীরামন্ডি’ সিরিজ়ে অভিনয় করে ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন শার্মিন।

হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

১৪ বছর অভিনয়জগৎ থেকে বিরতির পর ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজের হাত ধরে ‘কামব্যাক’ করছেন বলি অভিনেতা ফারদিন খান।


‘হীরামন্ডি’ ওয়েব সিরিজের অভিনয় করে ৭৫ লক্ষ টাকা উপার্জন করেছেন ফারদিন। এমনটাই বলিপাড়া সূত্রে খবর।


হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

‘ইনসাইড এজ’ এবং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’ ওয়েব সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন বলিউডের অভিনেত্রী রিচা চড্ডা। ‘হীরামন্ডি’ সিরিজে অভিনয় করে ১ কোটি টাকা আয় করেছেন তিনি।

‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিপাড়ার অভিনেত্রী মনীষা কৈরালা। কানাঘুষো শোনা যায়, রিচার সমপরিমাণ পারিশ্রমিক পেয়েছেন তিনিও। এই সিরিজে অভিনয় করে ১ কোটি টাকা আয় করেছেন মনীষা।

হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

বলি অভিনেত্রী অদিতি রাও হায়দারি ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে অভিনয় করে ১ থেকে ১.৫ কোটি টাকা আয় করেছেন বলে বলিপাড়ার খবর।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কলঙ্ক’-এর পর আবার পিরিয়ড ড্রামা ঘরানার চিত্রনাট্যে অভিনয় করতে দেখা যাবে সোনাক্ষী সিন্‌হাকে। ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে খলনায়িকার চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি।

হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

হীরামন্ডিতে অভিনয়, পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

বলিপাড়া সূত্রে খবর, ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে অভিনয় করে দু’কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন সোনাক্ষী। এই সিরিজে তারকাদের মধ্যে পারিশ্রমিকের নিরিখে এগিয়ে সোনাক্ষীই।

শেখর সুমন, শেখরের পুত্র অধ্যয়ন সুমন, ত্বহা শাহ, ফরিদা জালালের মতো আরও অনেকেই ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজের অভিনয় করেছেন। তবে তাঁরা কত পারিশ্রমিক পেয়েছেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত