<
  ঢাকা    বুধবার ১ মে ২০২৪
বুধবার ১ মে ২০২৪
মঠবাড়িয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪:৩৪ পিএম আপডেট: ১৮.০৪.২০২৪ ৫:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় খামারিদের উদ্বুদ্ধ করতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাঃ নূর আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু প্রমূখ।

প্রদর্শনী মেলায় ৩৫ টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাঃ নূর আলম জানান, মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবেন। অংশগ্রহণকারী খামারিদের মধ্য থেকে ১২ জনকে তিনটি ক্যাটাগরিতে মোট ৩০ হাজার টাকা পুরস্কৃত করা হয়। 
এছাড়া অংশগ্রহণকারী সকল খামারীকে সনদ ও বিশেষ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত