<
  ঢাকা    রোববার ১৯ মে ২০২৪
রোববার ১৯ মে ২০২৪
খুলনায় বিএনপির ৩০ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৬:২১ পিএম আপডেট: ২৪.০৪.২০২৪ ৬:২৫ পিএম | অনলাইন সংস্করণ
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ ৩০ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। 

উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হলে বুধবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালত খুলনার বিচারক মাহমুদা খাতুন জামিন শুণানী শেষে এ আদেশ দেন। 

কারাগারে প্রেরিত অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান খান জুলফিকার আলী জুলু, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, শ্রীফেলতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ সাহাবুদ্দিন ইজাদার, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুল ইসলাম পাইক, আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য, মোঃ জাকির হোসেন তালুকদার, মোঃ লায়েকুজ্জামান লাকু, আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ কামাল উদ্দিন, রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসন, রূপসা উপজেলা জাসাস’র যুগ্ম আহবায়ক মোঃ খালিদ লস্কার, পূর্ব রূপসা উপজেলা ছাত্র দলের আহবায়ক কাজী জাকারিয়া, পূর্ব রূপসা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ তরিকুল ইসলাম রনি, মোঃ আলমগীর শেখ, পাইকগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর ইমরান হোসেন, পাইকগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল গাজী, পাইকগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল গাজী, মোঃ ফারুক হোসেন, আমিনুল মল্লিক, মোঃ শিহাব সরদার, বাদশাহ সরকার, মোঃ আল আমিন শেখ প্রমুখ। ইতিপূর্বে রূপসা থানার মামলায় খুলনা জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক মোল্লা খাইরুল ইসলামকেও জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন একই আদালত।

আদালত সূত্রে জানা যায়, পুলিশের দায়েরকৃত নাশকতা মামলায় তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত