<
  ঢাকা    বৃহস্পতিবার ১৬ মে ২০২৪
বৃহস্পতিবার ১৬ মে ২০২৪
চরফ্যাশনে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৪:১৪ পিএম আপডেট: ২৯.০৪.২০২৪ ৪:১৬ পিএম | অনলাইন সংস্করণ
ভোলার চরফ্যাশনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ  যাত্রীদের হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসার অনার্স ভবনের মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ভোলা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন ভোলার আয়োজনে দিনব্যাপী হজ্জ  প্রশিক্ষণ শুরু হয়।

ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলার উপ-পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ  মাওলানা নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ভোলা জেলা ফিল্ড অফিসার মো. আলী আজগর

প্রশিক্ষণে অংশ নেওয়া দুই শতাধিক হজ্জ যাত্রীদের কে ধর্মীয় দিক থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন কাসেমী, স্বাস্থ্যগত বিষয়ে পরামর্শ প্রদান করেন চরফ্যাশন উপজেলা হাসপাতালের  কর্তব্যরত ডা. আশরাফুল ইসলাম সুমন।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাশনের সুপারভাইজার জাহিদ হাসান, হাফেজ আবদুল মান্নান,  এএসআই সোহেল ও ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাশনের মডেল কেয়ারটেকার মাওলানা মো. ইসমাইল হোসেন।

এ সময় হজ্জ  যাত্রীদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে হজ পালনের বিভিন্ন নিয়ম কানুন দেখানো হয়। হজ্জ  যাত্রীরা বলেন, হজ্জে  গমনের পূর্বে এই প্রশিক্ষণ তাদেরকে নির্ভুল ও শুদ্ধভাবে হজ্জের  ফরজ ও সুন্নতগুলো পালনে সাহায্য করবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত