<
  ঢাকা    শনিবার ১৮ মে ২০২৪
শনিবার ১৮ মে ২০২৪
হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে আহত ১০
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ১০:২৯ এএম আপডেট: ০৪.০৫.২০২৪ ১:২১ পিএম | অনলাইন সংস্করণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল গভীর রাতে উপজেলার মেডিকেল মোড়ে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও আনারস প্রতীকের প্রার্থী সাহানা ফেরদৌসী সিমার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

জানা গেছে, কাপ পিরিচ মার্কার এক সমর্থক সন্ধ্যা ৭টার দিকে হ্যান্ডমাইকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহানা ফেরদৌসী সিমাকে নিয়ে বাজে ও অশালীন বক্তব্য মাইকে প্রচার করে। এতে ওই প্রার্থীর স্বামী পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত কাপ পিরিচ প্রতীকের প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চুর সমর্থক হাফিজুলকে কান ধরে উঠবস করান। পরে ওই সমর্থক মেডিকেলে ভর্তি হন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে।এতে আনারস প্রতীকের প্রার্থী সাহানা ফেরদৌসী সিমাসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

এবিষয়ে আনারস সাহানা ফেরদৌসী সিমা বলেন, আমাকে নিয়ে অশ্লীল কথা মাইকে প্রচার করার প্রতিবাদ করায় আমাকে এবং আমার স্বামী ও আমার কর্মীদের পিটিয়ে আহত করেছেন।এটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি ও  কাপ পিরিচ প্রতিকের  চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চু সাংবাদিকের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, খবর পেযে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসে।তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত