<
  ঢাকা    রোববার ১৯ মে ২০২৪
রোববার ১৯ মে ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৫:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। উড়তে থাকা স্বাগতিকদের সামনে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ। অন্যদিকে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামবে সফরকারীরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

গত ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ প্রত্যাশিত জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। 
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে বাংলাদেশের কম্বিনেশন সাজানোর মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু ক্রিকেটারের এসিড টেস্টও হচ্ছে এই সিরিজ। বিশেষ করে দেড় বছর পর জাতীয় দলে ফেরা সাইফউদ্দিনকে পাখির চোখে পরখ করা হচ্ছে। প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন পেস বোলিং অলরাউন্ডার। পরের ম্যাচে তিনি কেমন করেন সেটাও দেখবে টিম ম্যানেজমেন্ট। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিমও নিজের অভিষেক ম্যাচটি রাঙিয়েছেন। 

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত