বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী নেতা এস এম আবু তৈয়ব চট্টগ্রামে সোস্যালিস্ট রিপাবলিক অব্ ভিয়েতনাম এর অনারারী কনস্যুল নিযুক্ত হয়েছেন। সোমবার (২০মে) পররাষ্ট্র মন্তনালয় তার নিয়োগ অনুমোদন দিলে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান কুং জানব এস এম আবু তৈয়ব কে দায়িত্ব হস্তান্তর করেন।
হস্তান্তর কালে রাষ্ট্রদূত দু দেশের নাগরিকদের মধ্যে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক তৈরীর মাধ্যমে কৃষি , শিল্প , বাণিজ্য ও সাংস্কৃতিক , সামাজিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য চট্টগ্রাম কনসুলেট অফিস কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নব নিযুক্ত অনারারী কনসুলর এস, এম, আবু তৈয়ব ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম এর সভাপতি , বিজিএমইএ এর প্রাক্তন ১ম সহ-সভাপতি, চট্টগ্রাম চেম্বারের প্রাক্তন পরিচালক, চট্টগ্রাম ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান।তিনি নিরাপদ সড়ক চাই চট্টগ্রামের সভাপতি।এছাড়াও তিনি চট্টগ্রামের বিভিন্ন সেবা ও সামাজিক সংঘটনের সাথেও জড়িত।