রবিবার ৬ অক্টোবর ২০২৪ ২১ আশ্বিন ১৪৩১
রবিবার ৬ অক্টোবর ২০২৪
খুলনায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৬:২৬ PM
এম সোহেল আরমান (৩৮) নামে এক ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার গভীর রাতে নগরীর বৈকালী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

সোহেল আরমান বটিয়াঘাটা উপজেলার জলমার ডুবি গ্রামের মো. আবুল ফজলের ছেলে। মঙ্গলবার দুপুরে কেএমপির ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি প্রধান মো. নুরুজ্জামান।

তিন বলেন, গত ৮ তারিখ সোহেল ডাকবাংলো এলাকায় একটি রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। পরে জেলা প্রশাসন জানায় ওই দিন সংশ্লিষ্ট এলাকায় তাদের কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেনি। এই সুত্র ধরে মাঠে নামে কেএমপির গোয়েন্দা শাখার সদস্যরা। পরে তাকে আটক করা হয়। 

ডিবি প্রধান আরও জানায়, আটক করার পর তার কাছ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিল, জরিমানা বা কারাদণ্ড  দেওয়ার রশিদ বই, অভিযোগ গঠন ফরর্মসহ ব্যবহৃত বিভিন্ন জিনিস জব্দ করা হয়েছে। গত দুই মাসে সোহেল ২৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে তিনি কয়েক লক্ষ টাকা আদায় করেছে। এর সাথে আর কারা করা সম্পৃক্ত আছে সেটিও খোঁজা হচ্ছে এবং একই তার বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় ডিবির উপ-কমিশনার। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত