বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটি (বি.এস.সি.পি.সি.এস) এর বিশেষ আলোচনা সভা গতকাল রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হল সংলগ্ন মিরপুর হেলথ কেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ডাঃ মো. এ বি সিদ্দিক হাওলাদার। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. শামীম মিয়া।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মো. হাসানুজ্জামান মজুমদার, কো-চেয়ারম্যান, মো. আব্দুর রশিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, দিক নির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।