শেখ হাসিনার পদত্যাগে সাধারন জনতার মাঝে শুরু হয় গণ-উল্লাস। সারা দেশে বিশেষ করে রাজধানীতে বিজয় উল্লাস করতে দলে দলে নেমে আসে দেশের সব পেশার সাধারণ মানুষ। একদিকে যেমন চলে উল্লাস, তেমনি বিভিন্ন জায়গায় রাস্তায় গাড়ি থামিয়ে চলে তল্লাশিও করে ছাত্র-জনতা। আর এমনই এক ঘটনার স্বাক্ষী হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন মিথিলা। তিনি লিখেছেন, ‘আমার বাড়ির পথে রাস্তার কিছু অপরিতিচ যুবক আমার গাড়ি দুইবার থামিয়েছে। ট্রাঙ্ক খুলতে বলেছে।
তৃতীয়বার যখন এটা ঘটলো তখন আমি তাদের প্রশ্ন করি কেন তারা এটা করছে? তারা আমাকে আক্রমণাত্মক ভঙ্গীতে জবাব দেয়, গাড়িতে আমি আওয়ামী লীগের কাউকে লুকিয়ে রেখেছি কিনা! তাঁরা সেটাই নাকি খতিয়ে দেখছেন।’
মিথিলা আরো লিখেছেন, ‘বিষয়টি খুবই উদ্বেগজনক। আমরা দেশে আমি নৈরাজ্য চাই না। আমরা লুটপাট, ভাঙচুর সমর্থন করি না।
মিথিলার পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত অনুরাগীরা। জানিয়েছেন শান্তিপূর্ণ থাকার আহ্বানও। তবে এই মুহূর্তে মিথিলা ও মেয়ে আইরা বাংলাদেশে নিরাপদেই আছেন বলে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওপার বাংলার পরিচালক ও মিথিলার স্বামী সৃজিত মুখার্জি।