চলমান সহিংসতায় দূর্বৃত্তদের হামলা শিকার হয়েছে ঐতিহ্যবাহী টঙ্গী থানা প্রেস ক্লাব। মঙ্গলবার বিকেলে এই হামলা চালায় দূর্বৃত্তরা।
এসময় ক্লাবের দরজা জানালা ও আসবাপত্র ভাংচুর করে তিনটি কম্পিউটার, একটি সিলিং ফ্যান, একটি ফ্রীজ, একটি টেলিভিশন, শতাধিক চেয়ার লুট করে নিয়ে যায় তারা। এসময় আলমারির তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সরঞ্জামাদি তছরুপ করে দূর্বৃত্তরা।
টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, একদল দুর্বৃত্ত প্রেসক্লাবসহ এলাকার বিভিন্ন স্থাপনায় ভাংচুর চালিয়ে লুট করছে। এটি অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যম কেন হামলার শিকার হচ্ছে তাও প্রশ্ন রাখেন তিনি?