রাজশাহীর গোদাগাড়ি উপজেলার রিশিকুল ইউনিয়নে চক নারায়নপুর গ্রামে অন্তত ২ বিঘা জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন জমির সাবেক মালিক ও ক্রয় সূত্রে মালিক দাবি করা আরেক ব্যক্তি।
জমির সাবেক মালিক জাহাঙ্গীর আলম বলেন, এক দাগে সেখানে তাদের ১১ দশমিক ২৬৭৮ একর সম্পত্তি ছিল। সেখান থেকে আংশিক দশমিক ৬৬৯৪ একর সম্পত্তি ২০২৩ সালে নাসরিন সুলতানা নামে এক ভদ্র মহিলা ক্রয় করেন।
এর কিছুদিন পর ক্রয় করা জমি ভোগ দখলের জন্য অংশ বুঝে নিতে গেলে তার আগেই ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট জোর পূর্বক জমিটি ঘিরে নেয়।
জমির বর্গাচাষি দুজনকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়। এছাড়াও জমি নিয়ে এমন বিবাদের সমাধান করতে চাইলে তিনি মোবাইল ফোনে জাহাঙ্গীর আলমকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, রাজশাহী সিটি মেয়র, র্যাব ও পুলিশ দিয়ে তুলে নিয়ে আসার ভয় ভীতি ও হুমকি দেন।
এ সংক্রান্ত একটি দীর্ঘ ফোন আলাপ অভিযোগকারীরা জমা দিয়েছেন। তাতে খালেদ মাসুদ পাইলট নানাভাবে অভিযোগকারীদের ভয় ভীতি দেখানোর চেষ্টা করছেন বলে শোনা যায়। জাহাঙ্গীর আলম এবং নাসরিন সুলতানার ভাই শাহনুর ইসলাম মুকুলের দাবি, রাজশাহী কাঁকন হাটে খালেদ মাসুদ পাইলটের নিজস্ব খামার বাড়ি সংলগ্ন এই জমিটি তিনি অনৈতিকভাবে দখল করেছেন।
এটি দখল মুক্ত করতে তার সহায়তা চাইলেও পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন অভিযোগকারীরা।