সেলেসাও কোচ দরিভালের হুংকার ছিল- ২০২৬ বিশ্বকাপে ফাইনাল খেলবে ব্রাজিল। তবে ২৪ ঘণ্টা না পেরেতোই শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
র্যাংকিংয়ে ৫ নম্বরে ব্রাজিল, অন্যদিকে ৬২তম স্থানে প্যারাগুয়ে। ৫৭ ধাপ পিছিয়ে থাকা দলের কাছে ১-০ গোলে হারতে হয়েছে দরিভালের শিষ্যদের। ৯০ মিনিটের খেলায় ব্রাজিল সবশেষ প্যারাগুয়ের কাছে হেরেছিল সেই ২০০৮ সালে। দীর্ঘ ১৬ বছর পর আবারও হারের তেঁতো স্বাদ পেল সেলেসাওরা।
প্যারাগুয়ের ঘরের মাঠে বেশ দাপটের সাথে ম্যাচ শুরু করে ব্রাজিল। তবে, ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্খিত গোলের দেখা মেলেনি সেলেসাওদের।
উল্টো ২০ মিনিটে, গোল খেয়ে বসে ব্রাজিল। ডিয়েগো গোমেজের দুর্দান্ত এক গোলে লিড পেয়ে যায় প্যারাগুয়ে। ব্রাজিল রক্ষণভাগের দূর্বলতা কাজে লাগিয়ে দূরপাল্লার শটে একমাত্র জয়সূচক গোলটি তুলে নেয় স্বাগতিকরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে হারের স্বাদ পায় সফরকারী ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, এন্ড্রিক আর রদ্রিগোকে নিয়ে প্যারাগুয়ে বিপক্ষে আক্রমণভাগ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ দোরিভাল। পুরো দলেই ছিল না তারকার অভাব। কিন্তু এরপরেও ব্রাজিলের ফরোয়ার্ডদের কোন আক্রমণ সফল হতে দেয়নি প্যারাগুয়ের ডিফেন্স।