বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীনস্থ কোম্পানিসমূহে কেন্দ্রীয়ভাবে সরাসরি কর্মকর্তা নিয়োগের নিমিত্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ৯টি ক্যাটাগরির [সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (আইন), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা), সহকারী কর্মকর্তা (প্রশাসন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরী), সহকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (অর্থ), নার্স ব্রাদার)] পদের বিপরীতে আবেদনকৃত চাকরিপ্রার্থীর আগামী ২০-৯-২০২৪ এবং ২৭-৯-২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত: স্থগিত করা হলো।
পরীক্ষার নতুন সময়সূচী পরবর্তীতে পেট্রোবাংলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, আগামী ২০-৯-২০২৪ এবং ২৭-৯-২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করার পর হতে বিগত কয়েকদিনে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক অতিবৃষ্টির জন্য সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে উক্ত লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষের নিকট পরীক্ষার্থীদের পক্ষ হতে অনুরোধের বর্ণিত লিখিত পরীক্ষা আপাতত স্থগিত রাখার বিষয়ে পেট্রোবাংলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।