রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ৯ রাউন্ড গুলি, ২টি খালি গুলির খোসা ও ২টি পিস্তলের কভার উদ্ধার করেছে র্যাব-২।
র্যাব জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাত ২টায় রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের নদীর পাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ৯ রাউন্ড গুলি, ২টি খালি গুলির খোসা ও ২টি পিস্তলের কভার উদ্ধার করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।