বুধবার ৯ অক্টোবর ২০২৪ ২৪ আশ্বিন ১৪৩১
বুধবার ৯ অক্টোবর ২০২৪
জাল ব্যান্ডের কনসার্টে ছিল দর্শকদের ‘মৃত্যু ঝুঁকি’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২২ PM
ঢাকায় ১৪ বছর পর গাইতে এসেছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে ব্যান্ডটিকে কেন্দ্র করে আয়োজিত ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামে কনসার্ট শুরুর পর বিশৃঙ্খলা দেখা দেয়। 

এতে মাঝপথে বন্ধ হয় আয়োজন, যা বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা। এরপর সেনা হস্তক্ষেপে তা আবারও শুরু হয়। কনসার্ট শুরুর পর ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক ঢুকে পড়ায় এমন বিশৃঙ্খলা তৈরি হয় বলে দেখা গেছে। 

এক পর্যায়ে দর্শকদের হইচই বাড়তে থাকে। তখন মঞ্চে পারফর্ম করতে থাকা দল ভাইকিংস গান গাওয়া বন্ধ করে দেয়। এরপর আবারও স্টেজে আসে ভাইকিংস। তবে এ সময়ের মাঝে রক্তপাতের মতো ঘটনাও ঘটে যায় কনসার্টস্থলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনক্লুশন ব্যান্ড স্টেজে গান পরিবেশনার সময় সিকিউরিটি গেট ভেঙে অনেকেই ভেতরে প্রবেশের চেষ্টা করায় উপস্থিত নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতি হয়। সে সময় অনেকের হাত, পাসহ শরীরের অনেক অংশ কেটে যাওয়ার খবর পাওয়া যায়।

যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টের নিচ থেকে একদম শীর্ষ তলা পর্যন্ত শ্রোতারা কনসার্ট উপভোগের জন্য অনিরাপদভাবে রেলিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন, যে কারণে দর্শকদের মৃত্যু ঝুঁকি ছিল বলে অভিযোগ করেছেন অনেকে। তবে এসব ঠেকাতে আয়োজকদের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি।

জাল ও বাংলাদেশের অর্থহীনসহ কয়েকটি ব্যান্ডের গান শুনতে এদিন দুপুর থেকে অনুষ্ঠানস্থলে দর্শক-শ্রোতা বাড়তে থাকে। বিকেল ৫টায় শুরু হওয়া এ কনসার্টে প্রথমে পারফর্ম করে ব্যান্ড ‘কনক্লুশন’। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক বাড়তে বাড়তে হল ভরে ওঠে। তখন জায়গার সংকুলন হচ্ছিল না। কনসার্ট দেখার জন্য পর্যাপ্ত এলইডি স্ক্রিন ছিল না, এ ছাড়া গেট ভেঙে ঢোকার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন কজন প্রত্যক্ষদর্শী।

এক দর্শক বলেন, ‘আমরা টিকেট কেটে এসেছি, কিন্তু সামনের সারি ছাড়া কনসার্ট দেখা যাচ্ছে না। অনেকে টিকেট না কেটে দল নিয়ে গেট ভাঙচুর করে ভেতরে ঢুকেছে। আয়োজকদেরও অনেক অব্যবস্থাপনা আছে। এলইডি স্ক্রিন রাখেনি, স্টেজ উঁচুতে করেনি। বিশৃঙ্খলার কারণে গান শুনতে পারছি না।’

একটা সময় বিশৃঙ্খলার রেশ মঞ্চ পর্যন্ত পৌঁছে যায়। তখন মঞ্চে ছিল ভাইকিংস। দলটি পাঁচটি গান গাওয়ার পর হইচই শুরু হয়। তখন নিরাপত্তার জন্য মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় ব্যান্ডটিকে। এ কারণে কনসার্ট বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা। এরপর সেনা সদস্যদের হস্তক্ষেপে কনসার্ট আবারও শুরু হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত