দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটিতে সবুজ উদ্যোগ বাস্তবায়ন এবং সৌদি ভিশন-২০৩০ এর অধীনে মেগা প্রকল্পের জন্য এসব কর্মীদের সৌদি আরবে নেয়া হবে।
গতকাল রোববার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান।
বৈঠকে তারা দুই দেশের সরকারের মধ্যে রাজনৈতিক পরামর্শ ও উচ্চ-পর্যায়ের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) পাশাপাশি জনশক্তি সম্পর্কিত জয়েন্ট টেকনিক্যাল কমিটির (জেটিসি) বিষয়ে অব্যাহত সম্পৃক্ততা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এদিন সৌজন্য সাক্ষাতে মন্ত্রণালয়ের দায়িত্বভার নেয়ায় রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে অভিনন্দন জানান। জবাবে পররাষ্ট্র সচিব সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা উদ্যোগ ও সংস্কারের পদক্ষেপের বিষয়ে জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববারের ওই বৈঠকে রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান সৌদি অর্থনীতি ও সমাজে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অমূল্য অবদানের কথা স্মরণের পাশাপাশি তাদের ভূয়সী প্রশংসা করেছেন। সেই সঙ্গে তিনি জানান, স্থানীয় সৌদি দূতাবাস প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে।