<
  ঢাকা    রোববার ২৮ এপ্রিল ২০২৪
রোববার ২৮ এপ্রিল ২০২৪
বাসের ধাক্কায় নাদিয়ার মৃত্যু
শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জানুয়ারি, ২০২৩, ৫:৪০ পিএম আপডেট: ২২.০১.২০২৩ ৫:৪৪ পিএম | অনলাইন সংস্করণ

রাজধানীর প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছেন।


রোববার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর কাওলা এলাকার ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী এ অবরোধ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে বিমানবন্দর এলাকার রাস্তায় যানচলাচল ব্যাহত হচ্ছে।


এ বিষয়ে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, আজ দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিকেল থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা কাওলা ব্রিজ এলাকায় রাস্তায় যান চলাচল বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করছেন।


শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির ফলে বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি, বলেও উল্লেখ করেন তিনি।


বাবু/জেএম



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত