<
  ঢাকা    শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
নাহিদুলের কাছেই ঢাকার ব্যাটারদের অসহায় আত্মসমার্পণ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৯:০৩ পিএম | অনলাইন সংস্করণ
অবশেষে ব্যাট হাতে কিছু রানের দেখা পেলেন সৌম্য সরকার। তবে তার রানে ফেরার দিনে দল পড়েছে বড়সড় বিপর্যয়ে। টপ অর্ডার ব্যাটারদের মধ্যে একমাত্র তিনি ছাড়া কেউই পাননি দুই অঙ্কের দেখা। তাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ১০৮ রানের বেশি করতে পারেনি ঢাকা ডমিনেটরস।

খুলনার টাইগার্সের বিপক্ষে দিনের শেষ ম্যাচে রীতিমত অসহায় লেগেছে ঢাকা ডমিনেটরসকে। এভাবে বললেও বোধহয় ভুল হবে না, এক স্পিনার নাহিদুল ইসলামের কাছেই ঢাকার ব্যাটারদের অসহায় আত্মসমার্পণ। কারণ এই স্পিনার নিয়েছেন ৪ উইকেট,  ২ মেডেনসহ রান দিয়েছেন মোটে ৬। 

মিরপুর শের-ই বাংলার মাঠে মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে সিঙ্গেল ডিজিটে ফিরেছেন ঢাকার টপ অর্ডারের ব্যাটাররা। ঢাকার ইনিংসের রান সংখ্যা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোনের ডিজিটের মতোই।

মিজানুর রহমান (১) উসমান ঘানি (০) মোহাম্মদ মিঠুন (০) এ্যালেক্স ব্লেক(৩)  নাসির হোসেন (৫) আরিফুল হক (৩) আমির হামজা (১) আল আমিন (১০)। তাসকিন আহমেদ করেন ১২ রান। সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে ইনিংস সর্বোচ্চ ৫৭ রান। 

খুলনার হয়ে নাহিদুল ৪ উইকেট ছাড়াও নাসুম আহমেদ নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ওয়াহাব রিয়াজ নিয়েছেন ১ উইকেট।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত