রাজধানীর তোপখানা রোডে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন) বিকেলে জাতীর মুক্তিসনদ খ্যাত ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জোটের প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম বলেন, বঙ্গবন্ধুর আত্মত্যাগের সংগ্রামী একটি দিন ৭ জুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় হলো ৬-দফা আন্দোলনে নেতৃত্ব দেওয়া। বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচিই ছিল না। ছয় দফা আন্দোলন না হলে এদেশের স্বাধীনতা আসতো না। এই ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ তথা বাঙালির বিপুল বিজয় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের স্বাধীন মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’তে রূপান্তরিত হন। এসময় বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ পথ চলার আহবান জানান তিনি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জোটের যুগ্ম সাধারণ সম্পাদক এস বিজয় ও সরকার আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মোঃ ওমর, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক আরেফিন হক আলভী, ধর্ম বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, সহ অর্থ বিষয়ক সম্পাদক শর্মী ইসলাম, সদস্য মামুন শেখ প্রমুখ।