<
  ঢাকা    শুক্রবার ৩ মে ২০২৪
শুক্রবার ৩ মে ২০২৪
ভোটের মাধ্যমে জনগণ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের জবাব দিবে: এমপি নাজিম উদ্দিন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৭:২৭ পিএম | অনলাইন সংস্করণ
প্রবীণ আওয়ামী লীগ নেতা, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেছেন, জনগণের সম্পৃক্ততা না থাকলে কোন আন্দোলন সফল হয়না। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের রাজনীতি জনগণ প্রত্যাখান করেছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলার জনগণ এদের নৈরাজ্যের জবাব দিবে ভোটের মাধ্যমে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে পাছার উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় উপকারভোগী নারীদের সঙ্গে উঠান বৈঠকের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের কর্মকান্ড নারীদের সামনে তুলে ধরতে এমপির উদ্যোগে এ বিশাল উঠান বৈঠকের আয়োজন করা হয়। এ উঠান বৈঠকে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় উপকারভোগী স্থানীয় হাজারো নারীর ঢল নামে।

সরকারের উন্নয়ন প্রচারে নাজিম উদ্দিন আহমেদ এমপির উঠান বৈঠক কর্মসূচী স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি উপজেলার ১০ ইউনিয়নে নারীদের সঙ্গে পর্যায়ক্রমে উঠান বৈঠকে মিলিত হয়েছেন তিনি।

সহনাটি ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল আহম্মেদের সঞ্চালনায় পাছার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু ও আব্দুর রউফ মোস্তাকীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ সুলতান জনি, সহনাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত