<
  ঢাকা    বুধবার ২৯ নভেম্বর ২০২৩
বুধবার ২৯ নভেম্বর ২০২৩
আল-শিফা হাসপাতাল এখন মৃত্যুপুরী: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৫:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা হাসপাতালকে ‘মৃত্যুপুরী’ বলে মন্তব্য করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। শনিবার (১৮ নভেম্বর) জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালটি পরিদর্শনের পর এই মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। খবর বিবিসির।

গাজায় আগ্রাসনের ধারাবাহিকতায় বেশ কয়েকদিন ধরে উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরাইলি সেনারা। গত সপ্তাহেও হাসপাতালটিতে ৬৫০ গুরুতর রোগীসহ কয়েক হাজার শরণার্থী ছিল। 

তবে শনিবার ইসরাইলি সেনারা এক ঘণ্টার মধ্যে হাসপাতালটি খালি করার নির্দেশ দেয়। এরপরই কোনোরকমে জীবন নিয়ে পালাতে শুরু করে রোগী ও চিকিৎসাকর্মীরা। কিন্তু পালানোর সময়ও রোগী ও চিকিৎসকদের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়। 
 
এমন পরিস্থিতির মধ্যে এদিন ডব্লিওএইচওয়ের নেতৃত্বাধীন জাতিসংঘের একটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দল হাসপাতালটি পরিদর্শন করে। পরিদর্শনের পর তারা জানান, তারা আল শিফা হাসপাতালের ভেতরে ইসরাইলি সেনাদের গোলাবর্ষণের প্রমান পেয়েছেন।
 
এছাড়া হাসপাতালের প্রবেশদ্বারে একটি গণকবর দেখেছেন তারা। ওই গনকবরে আর ৮০ জনের মরদেহ রয়েছে বলে তাদের জানানো হয়েছে।
 
ইসরাইলের অবরোধের কারণে আল শিফা হাসপাতালে শত শত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ১৭৯ জনকে হাসপাতালের সামনেই গণকবর দেয়া হয়। এর মধ্যে প্রায় ১০০ জনের লাশ কবর থেকে তুলে নিয়ে গেছে ইসরাইলি সেনারা। আল জাজিরা।
 
গাজার বৃহত্তম ও সবচেয়ে উন্নত হাসপাতালটি এখন প্রায় জনশূন্য। গতকাল হাসপাতাল খালি করার আল্টিমেটামের পর বেশিরভাগ রোগী ও আশ্রয় নেয়া বেসামরিক নাগরিক হাসপাতাল ছেড়েছেন। অল্প কিছু রোগী এখনও হাসপাতালে অবস্থান করছেন।
 
হাসপাতালটির পরিচালক জানিয়েছেন,  গুরুতর অসুস্থ ৩ শতাধিক রোগী এখনও হাসপাতালে রয়েছেন। তাদেরও অন্যত্র সরিয়ে নেয়ার কাজ চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হাসপাতালের অবশিষ্ট রোগী ও চিকিৎসাকর্মীদের গাজার অন্য হাসপাতালগুলোতে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন তারা।
 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত