টাঙ্গাইলে দেলদুয়ারে দাঁড়িয়ে থাকা এসপি পরিবহণ নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার নাটিয়া পাড়া কাচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে টাঙ্গাইল দেলদুয়ার থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় বাজারের পাশে কাচা রাস্তায় এই পরিবহণটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে বাসের হেলপার আগুন দেখতে পেয়ে হাউমাউ করে উঠে। পরিবহটি দাঁড়িয়ে থাকায় বাসের হেলপার গাড়ির ভিতর ঘুমিয়ে পড়েন। হঠাৎ গাড়ির ভিতর আগুনের তাপে তিনি আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আশা করছি দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।