মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪
ত্রিশালে বাস চাপায় নিহত ৩
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৯ PM আপডেট: ১৫.১২.২০২৩ ৮:১৫ PM
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাছ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামের মোফাজ্জল হোসেন (২৮), একই গ্রামের হাবিবুর রহমান (৩৫) ও পপি আক্তার (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস ত্রিশাল কবি নজরুল অডিটোরিয়ামের পাশে মাছের আড়তের সামনে ত্রিশালগামী একটি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে সিএনজিচালক হাবিবুর রহমান ও মোফাজ্জাল হোসেনের মৃত্যু হয়। অপর তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত