রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
পুলিশ নয়, বিএনপি নিজেরাই কার্যালয়ে তালা দিয়েছিল: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ১:০১ PM

‘রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিজেরাই তালা দিয়ে পুলিশের ওপর দায় চাপিয়েছে বিএনপি। এমনকি বিষয়টি প্রমাণ করতে তালার চাবি ফেরত চেয়ে ডিএমপি কমিশনার বরাবর আবেদনও করেছিল দলটি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব কথা বলেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙে তাতে প্রবেশ করেন।

বুধবার রুহুল কবির রিজভী নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চাবি ফেরত পাওয়ার অনুরোধ করে ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি পাঠান। এ বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দিয়েছে।

ডিএমপির মুখপাত্র বলেন, এ বিষয়ে ডিএমপি একাধিকবার বক্তব্য দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কখনোই তালা দিয়ে রাখেনি। এমনকি ডিএমপির অনুসন্ধানে জানা যায়, ২৮ অক্টোবর সমাবেশ শেষে বিএনপি প্রধান কার্যালয়ের নিরাপত্তাকর্মী সোহাগ বিএনপির প্রধান কার্যালয়ে রাত্রিযাপন করেন।  

২৯ অক্টোবর সকালে বিএনপির প্রধান কার্যালয়ের গেটে তালা দিয়ে চাবি নিয়ে অফিস ত্যাগ করেন সোহাগ। এ সংক্রান্ত তথ্য প্রমাণ ডিএমপির কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।

ফারুক হোসেন বলেন, রুহুল কবির রিজভী বিএনপি অফিসে তালা দেওয়া সম্পর্কিত যে বক্তব্য দিয়েছেন এবং এ বিষয়ে ডিএমপি কমিশনার বরাবর চাবি ফেরতের পত্রটি যথাযথ নয়। ডিএমপি সবার কাছ থেকে বস্তুনিষ্ঠ বক্তব্য প্রত্যাশা করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত