শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
প‌রিত্যক্ত প‌লি‌থি‌নের বি‌নিম‌য়ে কম্বল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৫:৪৪ PM আপডেট: ২৬.০১.২০২৪ ৬:১৬ PM
পরিত‌্যাক্ত প‌লি‌থিন জমা দি‌লেই মিল‌ছে হাড়ভাঙা কনক‌নে শী‌তের সম্বল কম্বল। পিরোজপুরের মঠবাড়িয়া বড় মাছুয়া সরকা‌রের দেয়া আশ্রয়ন প্রকল্পে বসবাসরত গরীব শিশু‌দের মা‌ঝে এ শী‌তের কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকা‌লে ভূমিহীন পিছিয়ে পরা ৪০ জন শিশুদের মাঝে প‌রিত‌্যক্ত পলিব্যাগ জমা‌দেয়ার বিনিময়ে এ শীতবস্ত্র তু‌লে দেয়া হয়।

কু‌ড়ি‌য়ে আনা প‌লি‌থিন জমা দিয়ে কম্বল পাওয়া শিশু মনির হোসেন ব‌লেন এবার অ‌নেক শীত বে‌শি। শী‌তে ঘ‌রের ম‌ধ্যে থাক‌তে পা‌রিনা। দুই ভাই একটা পাতলা কোম্বল গ‌া‌য়ে দি‌য়ে ঘুমাই। এ‌তে শীত মা‌নে না। প‌লি‌থিন জমা দি‌য়ে কম্বল পাই‌ছি। অ‌নেকনভাল লাগ‌ছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল্লা আল অভি জানান , পলি ব্যাগের বিনিময়ে কম্বল বিতরণ এটি একটি সামাজিক সচেতনতা মূলক ক্যাম্পেইন । মূলত প‌রি‌বেশ দূষণমুক্তের মাধ‌্যমে অসহায় শিশু‌দের মা‌ঝে সংগঠ‌নের মাধ‌্যমে সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দিলাম। আমা‌দের প্রত্যেকের উ‌চিৎ অসহায় মানু‌ষের পা‌শে এ‌সে দাড়া‌নো। তিনি আরও ব‌লেন, প্রতিষ্ঠান‌টি ২০২১ সাল থেকে সংগঠনটি রক্তদান নিয়ে কাজ করলেও বর্তমানে ভূমিহীন শিশুদের জীবনমান উন্নয়ন ও ভবঘুরে মানুষদের নিয়ে কাজ করতেছে ।

এসময় উপস্তিত ছিলেন স্বেচ্ছাসেবী মাসুম বিল্লাহ , রাসেল রায়হান ,নাসরুল , সোহেল ইসলাম, আবু হেনা রনি প্রমুখ । 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত