বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
১১৭ বিজিপিকে ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৩:১৫ PM আপডেট: ১২.০৩.২০২৪ ৯:১৯ PM
নতুন করে মিয়ানমারের ১১৭ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। তাদের আগের মতোই আলোচনার মাধ্যমে নিজেদের দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
 
মিয়ানমারের কয়েকজন সাধারণ নাগরিক বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেও তাদের ফেরত পাঠানো হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
 
এর আগে ফেব্রুয়ারি প্রথম দিকে কয়েক দফায় অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন। বিজিপি ছাড়াও তাদের মধ্যে মিয়ানমারের সেনা সদস্য, শুল্ক কর্মকর্তা ও ইমিগ্রেশন পুলিশের সদস্য ছিলেন। ১৫ ফেব্রুয়ারি তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে বলে দাবি করেছেন হাছান মাহমুদ। তিনি বলেন, এটাই সরকারের শক্তি।
 
ব্যবসায়ীরা যা ইচ্ছা তাই করতে না পারে, এজন্য সরকার সামগ্রিক বাজার ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত