বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ প্রশ্নপত্র থেকে বাদ মুক্তিযুদ্ধের ইতিহাস!
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৮:৩০ PM আপডেট: ০৫.১০.২০২৪ ৯:৩৩ PM
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বাদ দিয়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে ‘২০২৪ সালের অভ্যুত্থান’ নিয়ে! পুরো প্রশ্নপত্রের কোথাও বাংলাদেশের অভ্যুদয় বা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন নেই।

মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে এমন প্রশ্ন করা হয়। তাতে দেখা গেছে, পুরো প্রশ্নপত্রের কোথাও বাংলাদেশের জন্মের ইতিহাস অর্থাৎ একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন নেই। বরং ২০২৪ সালের অভ্যুত্থান নিয়েই পুরো প্রশ্নপত্র তৈরি করা হয়েছে।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে পরীক্ষার ‘ক’ বিভাগের ছোট প্রশ্ন ১ নম্বরের ‘ক’ প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে—২০২৪ সালের গণঅভ্যুত্থানকারী সংগঠনটির নাম কী? ‘খ’ প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম কী?

‘খ’ বিভাগের ২ নম্বরে ‘ক’ প্রশ্নে বলা হয়েছে, ২০২৪ এর ১০ জন শহীদের নাম লিখ। 

আরেক প্রশ্নে উল্লেখ হয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ স্থিতিশীল রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ছাত্র-জনতার ভূমিকা সংক্ষেপে লিখ।
সমালোচিত সেই প্রশ্নপত্র

সমালোচিত সেই প্রশ্নপত্র

‘গ’ বিভাগের প্রশ্নে উল্লেখ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন কীভাবে এক দফার আন্দোলনে রূপান্তরিত হয়? আন্দোলনের বিভিন্ন পর্যায় আলোচনা করো।

অপর এক প্রশ্নে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের চাকরিতে কোটা বৈষম্যের স্বরূপ এবং জাতীয় ঐক্য গঠনের কোটা ব্যবস্থার প্রস্তাব আলোচনা করো। 

শ্রীনগর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘প্রশ্নটি আমি কাল রাতে পেয়েছি। পরীক্ষার আগে তো আর দেখিনি। যে শিক্ষক এই প্রশ্ন করেছেন তিনি নতুন শিক্ষক। কয়েকদিন আগেই যোগদান করেছেন তিনি। কাল আমরা কথা বলব, কীসের ভিত্তিতে এমন প্রশ্ন করলো, কেন করলো।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘এই বিষয়টির যারা সংশ্লিষ্ট, তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। হয়তো উনারা গভীরভাবে চিন্তা করার সুযোগ পাননি। স্বাধীনতার গুরুত্বটা ছোট করে দেখার কোনও সুযোগ নেই। সবাই এটাকে শ্রদ্ধার চোখে দেখবে। আমার বিশ্বাস ভবিষ্যতে এ বিষয়ে সংশ্লিষ্টরা নজর রাখবেন।’

প্রসঙ্গত, ‘বাংলাদেশের অভ্যুদয়’ বিষয়ে পাঠ্যবইয়ের মাধ্যমে মূলত দেশের জন্মের ইতিহাস পড়ানো হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধ, মহান ভাষা আন্দোলনসহ বাংলাদেশ জন্মের ইতিহাস রয়েছে। এই বিষয়ের প্রশ্নপত্রও তৈরি হয় বাংলাদেশের জন্মের ইতিহাস নিয়েই। তাই বাংলাদেশের অভ্যুদয় বা জন্মের ইতিহাস নিয়ে এই প্রশ্নপত্রে কোনো প্রশ্ন না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত