ইরাকের কিরকুক শহরের বিমানবন্দরকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এ হামলায় দুটি রকেট ছোড়া হয় বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।
এই বিমানবন্দরটির একটি বড় অংশ সামরিক ব্যবহারে নিয়োজিত। সেখানে ইরাকি সেনাবাহিনীর ঘাঁটি, ফেডারেল পুলিশের কার্যালয় এবং হাশেদ আল শাবি নামের সরকার-সমর্থিত এক আধাসামরিক বাহিনীর দপ্তর অবস্থিত।
নিরাপত্তা সূত্র জানায়, হামলায় ব্যবহৃত দুটি রকেটের মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। অপর রকেটটি বিস্ফোরণের ফলে দুইজন সামান্য আহত হয়েছেন। বেসামরিক যাত্রীদের জন্য ব্যবহৃত বিমানবন্দর অংশ অক্ষত রয়েছে।
একই দিন কিরকুক শহরের উরুবা এলাকায় একটি বাড়িতেও আরেকটি কাতিউশা রকেট আঘাত হানে। সৌভাগ্যবশত, ওই সময় বাড়িটিতে কেউ না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি।
ইরাকে বিভিন্ন সময়ে সামরিক ও রাজনৈতিক স্থাপনাগুলোর ওপর রকেট হামলা হয়ে থাকে। অনেক সময় এসব হামলার পেছনে ইরানঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে এবারকার হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি, এবং এর উদ্দেশ্যও পরিষ্কার নয়।
সূত্র: আরব নিউজ