রবিবার ৭ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ৭ ডিসেম্বর ২০২৫
নুরের ওপর হামলাকারী সেই যুব্কের যে পরিচয় জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৪:৫৪ PM

গতকাল গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের লাঠিচার্জের সময় নুরুল হক নুরকে পৃথকভাবে হামলাকারী লাল রঙের টি-শার্ট পরা যুবক পুলিশের কনস্টেবল বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

আজ শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।

ফেসবুকে রাশেদ খান লিখেন, ‘লাল টি-শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং- ৯৭১৭১৯৭২৪৩। সে ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে।’

রাশেদের এই ফেসবুক পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে দুপুরে ডিবিপ্রধান জানিয়েছিলেন, উল্লেখিত ওই ব্যক্তি ডিবির কেউ নন। 

এর আগে লাল টি-শার্ট পরা যুবকের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মীর আসাদুজ্জামান বলেন, ঘটনার সময় লাল টি-শার্ট পরে গণঅধিকার নেতাদের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাকে শনাক্ত করতে আমাদের কয়েকটি টিম কাজ করছে।
 
রাশেদ বলেন, সেনাবাহিনীর যারা নুরুল হক নুরের ওপর হামলা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী।

তবে হামলাকারী সেই যুবক একজন পুলিশ সদস্য— এমন তথ্য জানানোর আগে রাশেদ খান তার ফেসবুকে দেওয়া আরেক পোস্টে লিখেছিলেন, লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটিয়েছে সে নুরুল হক নুর নয়, সে ছাত্রনেতা সম্রাট। লাল শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত