শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫
ঢাকা-৪ আসন
জুমার নামাজ আদায় ও গণসংযোগে ব্যস্ত দিন কাটালেন তানভীর আহমেদ রবিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬:২৮ PM

ঢাকা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন শুক্রবার ৬০ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ছাপড়া মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি এলাকার শান্তি, মানুষের কল্যাণ এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।

মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তারা এলাকার বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট–ড্রেনেজ–জলাবদ্ধতা, শিক্ষা-স্বাস্থ্য সুবিধা এবং নিরাপত্তা নিয়ে কথা বলেন। রবিন মনোযোগ সহকারে সব বক্তব্য শোনেন এবং পরিবর্তনের জন্য একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।
জুমার নামাজ শেষে গণসংযোগ
ছাপড়া মসজিদ থেকে বের হয়ে রবিন শ্যামপুর, কদমতলী ও ডেমরা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে আলাপ করেন। তরুণ ভোটারদের তিনি কর্মসংস্থান, প্রযুক্তি–সহায়ক শিক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানান।
রবিন বলেন, “ঢাকা-৪-এর মানুষের প্রত্যাশা অনেক। তারা শান্তি এবং নিরাপদ জীবনের নিশ্চয়তা চান। আমি তাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি।”

গণসংযোগে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা মনে করেন, রবিনের প্রচারণা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত