বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে।
সোমবার রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড বসানো হয়। পাশাপাশি হাসপাতালে ও আশপাশে দুই ডজনেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য রোগী ও স্বজনদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত রাখা, ভিড় নিয়ন্ত্রণ এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করাই এ ব্যবস্থার মূল লক্ষ্য।
এ ছাড়া মধ্যরাতের পর স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) চার সদস্য প্রায় তিন ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। তারা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। এর আগে সরকার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (VVIP)’ ঘোষণা করায় তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়।
খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের চতুর্থ তলার একটি কেবিনে চিকিৎসা নিচ্ছেন। নিরাপত্তার স্বার্থে সেই তলার আশপাশের বেশ কিছু কেবিন খালি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ জটিলতা দেখা দেওয়ায় ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, ফুসফুস, হৃদ্পিণ্ড ও চোখের নানা জটিলতায় ভুগছেন।