বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গুজবে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ার পর অবস্থাকে ‘সংকটাপন্ন’ বলে জানায় বিএনপি। গত ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড।
এদিকে, সোমবার রাত থেকে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। গভীর রাত ২টার দিকে ব্যারিকেড দেওয়ার পর থেকে হাসপাতালের আশপাশে অযথা ভিড় ঠেকাতে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, অযাচিত ভিড় নিয়ন্ত্রণ এবং খালেদা জিয়ার নিরাপত্তা বাড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।