প্রথম দুই ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। আর একটি ম্যাচ হেরে পুরোপুরি খাদের কিনারায় শ্রীলঙ্কা। ম্যাচটি তাই লঙ্কানদের জন্য বাঁচা-মরার।
এমন কঠিন এক ম্যাচে কার্দিনিয়া পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন দাসুন শানাকা। যদিও এই মাঠে দিনের প্রথম ম্যাচে প্রথম ব্যাট করা দলই এর আগে বড় ব্যবধানে জিতেছে। সে কারণেই লঙ্কান অধিনায়ক হয়তো প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।