রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
টুইটার থেকে ৩৭০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের!
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১০:৪৪ AM

মাইক্রোব্লগিং সাইট ‘টুইটার’ কিনেই কর্মী ছাঁটাই শুরু করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। প্রথমদিনই তিনি প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বরখাস্ত করেন। তাদের মধ্যে ছিলেন টুইটার সিইও পরাগ আগারওয়াল, চিফ ফাইন্যানসিয়াল অফিসার নেড সেয়গাল, সিএফও এবং আইন বিভাগের প্রধান বিজয়া গাড্ডে। এরপর বিলুপ্ত করেন টুইটারের পরিচালন বোর্ডও।

এবার জানা যাচ্ছে, এখানেই শেষ নয়। টুইটারের অর্ধেক কর্মীই নাকি ছেঁটে ফেলবেন নতুন মালিক ইলন মাস্ক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’ এর রিপোর্ট অনুযায়ী, ৩৭০০ কর্মীর ছাঁটাই নাকি শুরু হবে চলতি মাসের গোড়া থেকে। এমনই জল্পনাও ছড়িয়েছে।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসও একটি প্রতিবেদনে জানিয়েছিল, নভেম্বরের গোড়া থেকে ছাঁটাইয়ের পথে যেতে পারেন মাস্ক। তখন অবশ্য এই খবর অস্বীকার করেন তিনি। নতুন প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ছাঁটাইয়ের কথা কর্মীদের জানাতে পারেন ইলন।

রয়টার্স জানিয়েছে, প্রথম ধাপে সংস্থার মোট কর্মীর এক-তৃতীয়াংশকে ছাঁটাই করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ধীরে ধীরে কর্মীসংখ্যা অর্ধেক করা হবে। যদিও এই বিষয়ে আর কিছু জানা যায়নি।

ব্লুমবার্গ জানিয়েছে, টুইটারের কর্মপদ্ধতির মধ্যেও বদল আনতে চলেছেন মাস্ক। আগে এই সংস্থার কর্মীরা ‘এনিহ্যোয়ার পলিসি’ বা যেখান থেকে খুশি কাজ করতে পারতেন। কিন্তু এই নিয়মে পরিবর্তন আসতে চলছে। এর পর থেকে অফিসে এসেই সকলকে কাজ করতে হবে বলে পরিকল্পনা করেছেন মাস্ক।

যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে বলে সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। নয়া পদে আসতেই আরও কড়া নিয়ম চালু করেছেন ইলন। এরপর থেকে কর্মীদের সপ্তাহে প্রতি দিন অফিসে আসতে হবে। সেই সঙ্গে কাজ করতে হবে দিনে ১২ ঘণ্টা। যদিও তার জন্য কর্মীরা কোনও অতিরিক্ত অর্থ পাবেন, তার আশ্বাস দেননি ইলন। সূত্র: ব্লুমবার্গ

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত