রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
উড্ডয়নের জন্য প্রস্তুত হচ্ছে ইরানের তৈরি ‘সিমোর্গ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৮:৫৪ PM
ইরানের তৈরি হালকা পরিবহন বিমান ‘সিমোর্গ’ উড্ডয়নের জন্য প্রস্তুত হচ্ছে। সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আফশিন খাজাফার্দ। ইরানের তৈরি সরঞ্জামের একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এ কথা বলেন। 

আগামী তিন বছরের মধ্যে যাত্রীবাহী বিমান নির্মাণের ক্ষেত্রে কাঙ্খিত সাফল্য অর্জনের লক্ষ্যে ইরান কাজ করছে বলে এই কর্মকর্তা জানান। খাজাফার্দ বলেন, বিমান শিল্প সংস্থা দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিমান বহরের কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।

এর আগে ইরান নিজেদের তৈরি পরিবহন বিমান ‘সিমোর্গ’ উন্মোচন করেছে। তবে বিমানটি এখনও আকাশে ডানা মেলেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার বিশেষজ্ঞরা এটি নির্মাণ করেছেন। এতে সহযোগিতা দিয়েছে দেশটির ইস্পাহানে অবস্থিত বিমান নির্মাণ শিল্প কোম্পানি ‘হেসা’। 

ইরানের তৈরি ‘সিমোর্গ’ হালকা পরিবহন বিমান। এটি নির্মাণে আন্তর্জাতিক মান ও নীতিমালা পুরোপুরি অনুসরণ করা হয়েছে। এই বিমান দেশের সামরিক ও বেসামরিক উভয় খাতের চাহিদা মেটাতে সক্ষম। নতুন নির্মিত হালকা বিমান উদ্ধার তৎপরতা চালাতেও অত্যন্ত কার্যকরী বলে জানা গেছে।

সূত্র : পার্সটুডে

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত