কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজের পাশাপাশি শিশু সন্তানদের দেখাশুনার জন্য বিদ্যমান শিশু দিবাযত্ন কেন্দ্রের কার্যক্রম বাস্তবায়ন ও সুষ্ঠুভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা।
বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে ছয় সদস্যের একটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর।
জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীরকে, একই সঙ্গে ঢাকা ওয়াসার শ্রম ও কল্যাণ বিভাগের সহকারী সচিবকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ঢাকা ওয়াসা নির্বাহী প্রকৌশলী ড. সাজিয়া আফরীন, নির্বাহী প্রকৌশলী মুক্তা সাহা, ঢাকা ওয়াসার মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডাক্তার সালমা সুলতানা ববি এবং ঢাকা ওয়াসার শ্রম ও কল্যাণ বিভাগের উপসচিবকে।
ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর কমিটির কার্যপরিধি সম্পর্কে জানিয়েছেন, কমিটি শিশু দিবাযত্ন কেন্দ্রের নীতি নির্ধারণ ও কর্ম পরিকল্পনা গ্রহণ করবে। কমিটি প্রতি দুই মাসে একবার উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) বরাবর রিপোর্ট প্রদান করতে হবে। শিশু দিবাযত্ন কেন্দ্রের সেবা গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে কমিটি সেবার বিষয়ে মতামত নেবে। এছাড়া কমিটির সদস্যরা দলগত বা এককভাবে মাসে কমপক্ষে একবার শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করবেন এবং রেজিস্ট্রার পর্যবেক্ষণ করবেন।
বাবু/এসআর