শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
এখন আর ভোট কারচুপির সুযোগ নেই : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৫:৪৪ PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আর ভোট কারচুপির সুযোগ নেই। ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করারও কোনো সুযোগ নেই।

সোমবার (১৩ মার্চ) বিকেলে গণভবনে সদ্য সমাপ্ত কাতার সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ছবিযুক্ত ভোটার তালিকা করেছি। এনআইডি যুক্ত করা হয়েছে। আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট করতে চেয়েছিলাম, অনেকে আপত্তি করেছেন। নির্বাচন কমিশন যতটা সম্ভব ইভিএম ব্যবহার করবে। ভোটাররা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভোট দেবেন।

তিনি বলেন, জনগণ স্বাধীনভাবে যাকে খুশি ভোট দেবে। আমরাই দেশে ভাত ও ভোটের আন্দোলন করেছি। জনগণকে দেওয়া কথা আমরা রেখেছি। করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধ না এলে আমরা আরও এগিয়ে যেতাম। তবে আমি হতাশ নই, আমি আত্মবিশ্বাস নিয়ে চলি।

দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন সরকার প্রধান।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভোট কারচুপি   প্রধানমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত