সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
নাচোলে ২ মাস ধরে নিখোঁজ শিশু শিক্ষার্থী আব্দুল ওকীব!
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৪:২৬ PM

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ২ মাস ধরে নিখোঁজ শিশু শিক্ষার্থী আব্দুল ওকীব (১০) এর সন্ধান আজও মেলেনি। বেচে আছে, নাকি মরে গেছে, সেটার খোজ খবর জানেনা তার পরিবার। তার মাতা সুবি বেগম ছেলে হারানোর শোকে জেনো পাথর হয়ে প্রতিদিন প্রতিক্ষণ ছেলের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে।

নিখোঁজ শিশু শিক্ষার্থীর বাড়ী নাচাল উপজেলার কসবা ইউপির আখিলা গ্রামে। পিতা মোহাম্মাদ আলী পেসায় একজন কৃষক এবং মা সুবি বেগম গৃহীনি। তারা জানান, গত ১৩ ফেব্রুয়ারী আব্দুল ওকীব গ্রামের একটি মাদ্রাসায় ৩য় শ্রেনীতে লেখা পড়া করে। ওই দিন তিনি মাদ্রাসা থেকে দুপুরে বাসায় ফিরে তার মাকে বলেন, আমি তোমাদের কাছ থেকে একদিন হারিয়ে যাবো। এ কথা বলেই সে ওই দিন হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজ করেও তার সন্ধান কোন ভাবেই না পেয়ে গত ২২ ফেব্রুয়ারী তার পিতা নাচোল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইকবাল পাশা জানান, এ ঘটনা নাচোল থানার ১টি জিডি করা হয়েছে যার নং ৮৮০ এবং বেতার বার্তায় সারা দেশের প্রতিটি থানায় জানানো হয়েছে, নিখোঁজ শিশু আব্দুল ওকীবকে উদ্ধারের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত