রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
ঢাকা ছাড়লেন খালেদার পুত্রবধূ শর্মিলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩, ৬:৫৩ PM
প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি । ছবি : সংগৃহীত

প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি । ছবি : সংগৃহীত

ঢাকা ছেড়েছেন খালেদা জিয়ার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সকাল ৯টার দিকে সিঁথি গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হন বলে জানান বিএনপি চেয়ারপারসনের বাসার নিরাপত্তাকর্মীরা।

গত ২১ মার্চ নিজের অসুস্থ মা এবং শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকায় আসেন তিনি।

ঢাকায় এসে প্রথমে উঠেন খালেদা জিয়ার গুলশানের বাসায়। পরদিন যান মাকে দেখতে বনানীর বাসায়। ঈদের কয়েকদিন আগে লন্ডন থেকে সিঁথির দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও ঢাকায় আসেন। তারাও খালেদা জিয়ার সাথে ঈদ উদযাপন শেষে লন্ডন ফিরে গেছেন।

এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক চেকআপের জন্য গত ২৯ এপ্রিল বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সে সময় শাশুড়ির সঙ্গে ছিলেন পুত্রবধূ সিঁথি। গত ৪ মে বাসায় ফেরার পরও খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি।

গত কয়েকটি ঈদে প্রয়াত কোকোর পরিবার ঢাকায় আসেন খালেদা জিয়ার সাথে ঈদ করতে। শর্মিলা রহমান সিঁথি তার দুই মেয়েকে নিয়ে বর্তমানে লন্ডনে থাকেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও সপরিবারে ২০০৭ সাল থেকে লন্ডনে আছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঢাকা    খালেদা জিয়া   শর্মিলা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত