রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
প্রাইম ব্যাংক ও ইউসিবির ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩, ৪:৩৬ PM

বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০০ কোটি টাকা করে উত্তোলনের অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। ব্যাংক দুটি মোট ৬০০ কোটি টাকার বন্ড উত্তোলন করবে।

সোমবার (২৬ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৭৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, আজ সভায় দুটি ব্যাংকের বন্ড অনুমোদন করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে – প্রাইম ব্যাংক লিমিটেড। আরেকটি হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাইম ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকা মূল্যের বন্ড প্রস্তাব অনুমোদন করেছে। যার কুপন রেট ৩ শতাংশ থেকে ১০ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে প্রাইম ব্যাংক লিমিটেডের টায়ার ক্যাপিটাল বেজ শক্তিশালী করা হবে। ওই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।

কমিশন সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৩০০ কোটি টাকা মূল্যের ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। যার মধ্যে ২৭০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৩০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির কুপন রেট ৬ শতাংশ থেকে ১০ শতাংশ। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির টাইয়ার-১ ক্যাপিটাল বেজ শক্তিশালী করা হবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

বন্ডটির ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার হিসেবে কাজ করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বন্ড   অনুমোদন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত