শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
তালতলী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৪:১০ PM
বরগুনার ঐতিহ্যবাহী তালতলী প্রেসক্লাবের কার্যিনর্বাহী পরিষদের ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মো.খাইরুল ইসলাম আকাশ সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মুহা. আবু বকর ছিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মুহা. আবু বকর ছিদ্দিক

মুহা. আবু বকর ছিদ্দিক






















শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে ৩টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন কমিশন ৯ সদস্যের কার্যিনর্বাহী কমিটির অনুমোদন দেয়। মো.ইউসুফ আলী প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মোস্তাফিজ ও জসিম উদ্দিন দায়িত্ব পালন করেন। 
মো.খাইরুল ইসলাম আকাশ

মো.খাইরুল ইসলাম আকাশ























জানা যায়, গত ১৩ নভেম্বর প্রেসক্লাবের সাধারণ সভায় ২০২৪ সালের কার্যিনর্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মো. খাইরুর ইসলাম আকাশ (জনকন্ঠ) ও সাধারণ সম্পাদক মুহা.আবু বকর ছিদ্দিক(বাংলাদেশ বুলেটিন) সহ ৯ সদস্য বিশিষ্ট কার্যিনর্বাহী পরিষদ গঠন করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি মি. মংচিন থান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক হারুন অর রশিদ,দপ্তর সম্পাদক কাওসার হামিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, নির্বাহী সদস্য মু.আ.মোতালিব ও মজিবুর রহমান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত