রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
সৈয়দপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৪:৩৪ PM
নীলফামারীর সৈয়দপুরে চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। টাকার অভাবে নীলফামারীর সৈয়দপুরে যেনো কোন শিক্ষার্থী ঝরে না পড়ে ঠিক এমন বার্তা নিয়ে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন ওই শিক্ষা উপকরণ বিতরণ করে। 

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে সেতুবন্ধন পাঠাগার চত্বরে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের চার শতাধিক ওই শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, বই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পাঠাগার চত্বরে অনুষ্ঠিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের পরিচালক ইরফান আলম ইকু। পাঠাগার সাধারণ সম্পাদক আতাউর রহমান হাসুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক নওশাদ আনসারী, আমানত শাহ প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামিউল, রাজাসহ ফাউন্ডেশনের অন্যান্যরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশন সদস্য ও পাঠাগার সভাপতি আলমগীর হোসেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম বলেন, আমাদের এই ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে। সে লক্ষ্যে আজ এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়াও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের খাদ্য সহায়তা, অসহায়দের চিকিৎসা প্রদানসহ বেশ কিছু জনহিতকর কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা ছড়া, গল্প, গজল পাঠ করে শোনান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত