শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
নবীনগরে পুলিশের হাতে কামড় দিয়ে পালালো আসামী
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৯ PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে খাগাতুয়া গ্রামে পুলিশের হাত থেকে হত্যা ও চাঁদাবাজী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (০৯ ডিসেম্বর) রাতে খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওইদিন রাতে খাগাতুয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে মাসুদ হত্যার প্রধান ও চাঁদাবাজী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হালিম মিয়াকে ধরতে অভিযান চালায় পুলিশ। তাকে আটক করার পর হাতে হাতকড়া পড়ানোর সময় এএসআই আশরাফুল আরিফের হাতে কামড় দিয়ে সে পালিয়ে যায়। এ ঘটনায় আসামীকে পালিয়ে যেতে সহযোগিতা করায় আসামীর মা বোনসহ তিনজনকে গ্রেফতার করছে পুলিশ।গ্রেফতারকৃতরা হচ্ছেন, আসামীর মা মিনা বেগম (৪৮), বোন লিমা আক্তার (২২) ও  জামাল মিয়ার ছেলে বিজয় মিয়া (৩০)।রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মারুফ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, হাতকড়া লাগানো সময় একজন আসামি পালিয়ে যায়, তাকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করায় তিনজকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে যাওয়া মূল আসামীকে গ্রেফতার করার অভিযান অব্যাহত আছে। সে একটি চাঁদাবাজী মামলারও ওয়ারেন্টভুক্ত আসামি।

উল্লেখ্য, ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খাগাতুয়া গ্রামের বাসিন্দা মৃত মঙ্গল মিয়ার ছেলে মাসুদ হত্যাকান্ডের শিকার হন। এ হত্যাকান্ডের প্রধান আসামি হালিম মিয়া দীর্ঘদিন পালাতক ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত