<
শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার ২৭ জুলাই ২০২৪
ডিএমপির অভিযানে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ২:৪৯ PM
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (১৬ মার্চ ২০২৩ খ্রি.) রাত ১০:৫০টায় দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গ্রেফতারকৃতরা হলো – মো. মামুন ও মো. রহিম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেয়া সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস. এম হাসান সিদ্দিকী ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে চোর চক্র দক্ষিণ বেগুনবাড়ি এলাকার আজমীর হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে চোরাই মোটর সাইকেল বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে মামুন ও রহিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় ৩টি চোরাই মোটর সাইকেল।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় কৌশলে মটরসাইকেলের মাস্টার চাবি দিয়ে ও লক ভেঙ্গে চুরি করে বিক্রি করে আসতেছে মর্মে স্বীকার করেছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু করা হয়েছে।


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডিএমপি    অভিযান  







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত