<
শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার ২৭ জুলাই ২০২৪
লা লিগার সুখবর
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৫:১২ PM

একটা সময় ছিল, ফুটবলে রাতজাগার কারণ ছিল স্প্যানিশ লা লিগা। বিশেষ করে বাংলাদেশে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখতে গোটা দুনিয়া জেগে থাকতো। দুজনের কেউই এখন স্পেনে নেই। কিন্তু সময় তো থেমে থাকে না। প্রকৃতিও শূন্যস্থান পছন্দ করে না।

বাংলাদেশে এখনও লা লিগার উত্তুঙ্গ উন্মাদনা বিদ্যমান। রাত জেগে হাল আমলের ভিনিসিউস-রদ্রিগো, রাফিনহা-আনসু ফাতিদের খেলা দেখতে অজস্র বিনিদ্র রাত কাটায় তরুণ প্রজন্ম। বাঙালির এমন উৎসাহ, আবেগ ধরা পড়েছে লা লিগা কর্তৃপক্ষের চোখেও। তাই তো দীর্ঘ ছয় বছরের পর্যবেক্ষণ শেষে তারা ছুটে এসেছে বাংলাদেশে।

আজ বুধবার (২৪ মে) বাংলাদেশে অবস্থিত স্প্যানিশ রাষ্ট্রদূতের বাসভবনে হয়েছে লা লিগা ফুটবল অভিধানের মোড়ক উন্মোচন। 

সেখানে উপস্থিত ছিলেন লা লিগার ব্যবস্থাপনা পরিচালক হোসে অ্যান্তোনিও কাসাজা। বাংলাদেশে লা লিগার বিপুল দর্শক দেখে অভিভূত কাসাজা বলেন, “ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ লা লিগা ফলো করে। সংখ্যাটা প্রায় ৬০ লাখ। এত বিশাল দর্শক হারাতে চাই না আমরা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে লা লিগার সম্প্রচার স্বত্ব বিক্রি করব।“

এমনটি হলে আবারও বাংলাদেশের টিভি চ্যানেলেই দেখা যাবে লা লিগা। যা ভক্তদের জন্য দারুণ সুসংবাদ।

-বাবু/ সাদরিনা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফুটবল   লা লিগা  







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত