ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আর ৮জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো এক হাজার ৬০৬ জন।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয় রোববার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আট জনের মৃত্যু হয়। এ সময় নতুন রোগী ভর্তি হয়েছেন ৯২০ জন। ২১৯ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৭০১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর (সোমবার) পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৮৭ জন। আর হাসপাতাল থেকে রোগী ছাড়া পেয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৮৮ জন।