রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ই-সাইনের ব্যবহার বিষয়ক কর্মশালা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৪:৫৩ PM
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ই-সাইন এর ব্যবহার’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ (সোমবার) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার।

কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় নির্বাহী পরিচালক বলেন, প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। এই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে স্মার্ট গর্ভন্যান্সকে সেই পর্যায়ে নিতে হবে। এর জন্য দরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। গ্লোবাল ভিলেজ এবং নেটওয়ার্কিং এর এই যুগে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। 

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার কার্যলয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ তবিবুর রহমান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সচিব মোঃ জাকির হোসেন বাচ্চু ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজা। কর্মশালায় ই-সাইন এবং এই সম্পর্কিত বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত