টঙ্গীতে দাবীকৃত চাঁদা না পেয়ে শিরিন আক্তার নামে এক নারী ও তার স্বামী যুবদল নেতা আব্দুল কাদেরকে মারধরের অভিযোগ উঠেছে টঙ্গী পশ্চিম বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
অভিযোগ সুত্রে জানা যায়, কয়েক মাস পূর্বে পৈতৃক সুত্রে পাওয়া ৫ কাটা জমি বিক্রি করতে গেলে ২০ লক্ষ চাঁদা দাবি করেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম। ওই সময় ১ লক্ষ টাকা আদায় করেন তিনি। এরপর বাকি টাকা না পেয়ে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
শুক্রবার জুমার নামাজের পর বিক্রিত জমির সীমানা প্রাচীর করতে গেলে জাহাঙ্গীর আলম তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র হাতে বাসায় ডুকে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের এলোপাতাড়ি মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন ভুক্তভোগী শিরিন ও তার স্বামী আব্দুল কাদের পরে একইদিন থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী নারীর দাবী, তার স্বামী বিএনপি কর্মী হয়েও এই চাঁদাবাজদের হামলার শিকার হতে হচ্ছে চাঁদা দিতে হচ্ছে। নিজের পৈতৃক সম্পত্তি নিয়ে বিপদগ্রস্ত হতে হচ্ছে। বিএনপির শীর্ষ নেতা ও প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবী করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে শিরিনের সাথে তার ভাই বোনদের দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল শুক্রবার জুমার নামাজের আগে তারা মারামারিতে লিপ্ত হলে আমি তাদের নিবৃত করে মসজিদে চলে যায়। নামাজ শেষে বের হয়ে তাদের আবারও ঝগড়ায় লিপ্ত দেখে এলাকার ছোট ভাই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীমকে সঙ্গে নিয়ে তাদের ঝগড়া থামিয়ে বাড়ি পাঠিয়ে দেই।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।